স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : রাজধানীর টাউন প্রতাপগড় এলাকায় ফনী সাহার বাড়িতে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। এই ঘটনার পর পুলিশকে জানানোর পরেও পুলিশ গত ২৪ ঘন্টায় চোরকে জালে তুলতে পারেনি। অবশেষে বাড়ির মালিক সহ অন্যান্যরা মহারাজগঞ্জ বাজার থেকে এক যুবককে ধরে নিয়ে যায় এলাকায়।
সেই যুবকের নাম রাজু দাস। বাড়ি আড়ালিয়া এলাকায়। এলাকায় তার দাদু সুনীল দাসের বাড়ি রয়েছে। সেই সূত্র ধরে এই চোরের ঘটনা সংগঠিত করেছে বলে বাড়ির মালিকের অভিমত। অভিযুক্ত চোর জানায়, তিন থেকে চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সে চুরি করে প্রতাপগড় ঋষি পাড়ার কিষান নামে এক যুবকের কাছে বিক্রি করে দিয়েছে। সেই যুবকের কাছ থেকে এর বিনিময়ে সে ৬০০০ টাকা নিয়েছে। তারপর স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে খুঁটিতে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসীর অভিমত সে আরো বহু চুরির ঘটনায় জড়িত থাকতে পারে।