Friday, April 19, 2024
বাড়িরাজ্যসাত দফা দাবিতে খেতমজুর ইউনিয়নের ডেপুটেশন

সাত দফা দাবিতে খেতমজুর ইউনিয়নের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল: মন রেগা টুয়েপে বছরে ২০০ দিনের কাজের ব্যবস্থা সুনিশ্চিত করা এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করা, সামাজিক ভাতা দুই হাজার টাকা করা, পেট্রোল, ডিজেল, সিএনজি ও রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনা, কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার, বীজ, কীটনাশক সরবরাহ করার পাশাপাশি কৃষি জমিতে জল সেচের ব্যবস্থা করার দাবি সহ ৭ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় শুক্রবার।

মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ভানু লাল সাহা। তিনি জানান সাত দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। মূলত রেগা মজুরি ৬০০ টাকা করা, বছরে দুশো কাজ নিশ্চিত করা, পেট্রোল ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনা। কারণ বর্তমানে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে গরিব মানুষের অসুবিধা সৃষ্টি হয়েছে। তাই দাবিগুলি জেলা শাসকের কাছে তুলে ধরা হচ্ছে। এছাড়াও রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি। মিছিলটি এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক অফিসে এসে ডেপুটেশন প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য