স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : আজ মহাসপ্তমী। ঋতু যাই হোক, মহা পুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করছেন। ‘রামায়ণ’-এ রামচন্দ্র শরৎ কালে অশুভ শক্তি নাশ করতে দেবীর আরাধনা করেন।
পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দূর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই। শরৎকালে শারদীয়া দূর্গাপূজা, বসন্ত কালে দেবী দুর্গার পূজা বাসন্তী পূজা। শুক্রবার আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজোর সপ্তমী পূজা। নিয়ম-নীতি মেনে রাজন্য আমল থেকে শুরু হয়েছে এই পুজো। দূর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান সপ্তমী পূজা শেষে চক্ষুদান, আরতি ও অন্নভোগ দেওয়া হয়। শনিবার অষ্টমী পূজা। রাতে হবে সন্ধিপূজা। এদিন বহু দর্শনার্থী ভীড় জমান রাজধানীর দূর্গা বাড়িতে।