Tuesday, June 6, 2023
বাড়িরাজ্য১৫ দিনে ৮ বার চুরি করে এলাকাবাসীর হাতে আটক চোর

১৫ দিনে ৮ বার চুরি করে এলাকাবাসীর হাতে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল: এলাকাবাসীর প্রচেষ্টায় আটক চোর। শুক্রবার ইন্দ্রনগর এলাকার থেকে সন্দেহভাজন তাদের আটক করা হয় এক যুবককে। পরবর্তী সময় সেই যুবককে বেঁধে জিজ্ঞাসাবাদ করলে এলাকাবাসীর কাছে স্বীকার করে সে চুরির ঘটনার সাথে জড়িত। গত ১৫ দিনে ৮ বার চুরির ঘটনা সংঘটিত করেছে। তার নাম বিশ্বজিৎ পাল। তার সাথে চরিত্র রয়েছে আরো দুজন। এলাকাবাসী জানায়,

চোরের যন্ত্রনায় অতিষ্ঠ ইন্দ্রনগর বাসী। প্রতিদিন কোন না কোন বাড়িতে চুরির ঘটনা ঘটেই চলেছে। এর পেছনে মূল কারণ হলো নেশা। নেশার সাথে জড়িত পড়ে চুরির ঘটনাগুলো সংঘটিত করে চলেছে। এদিন সকালে এক মহিলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে এলাকায়। এরপর এলাকাবাসীর নজরে আসে এক বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি করে পালাচ্ছে এক চোর। এলাকাবাসীর প্রচেষ্টায় ইন্দ্রনগর স্কুল এলাকা থেকে এক চোরকে আটক করা সম্ভব হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চুরি কাণ্ডে আরো দুই জনের নামের সন্ধান পায় স্থানিয়বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য পুলিশ এলাকায় নেশা কারবারী এবং চোরদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করার ফলে এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। আটক চোরকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এবং তার সাথে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন চোর আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য