নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দেশের দরিদ্র মানুষদের জন্য ৩ কোটি বাড়ি নির্মিত হয়েছে, শুক্রবার সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সমস্ত পাকা বাড়ি ‘নারী ক্ষমতায়নের প্রতীক’। টুইট করে প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, “দেশের প্রতিটি দরিদ্রকে পাকা বাড়ি দেওয়ার সঙ্কল্পে আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। জনগণের অংশগ্রহণেই ৩ কোটির বেশি বাড়ি নির্মাণ সম্ভব হয়েছে। মৌলিক সুবিধা সম্বলিত এই বাড়িগুলি এখন নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে।”
দেশের বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অধীনে ২.৫২ কোটি বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এ জন্য ১.৯৫ লক্ষ কোটি টাকা অনুমোদিত হয়েছে। দেশের বিভিন্ন শহরে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার (শহর) অধীনে ৫৮ লক্ষ বাড়ি নির্মিত হয়েছে, এ জন্য অনুমোদিত হয়েছে ১.১৮ লক্ষ কোটি টাকা। প্রতিটি বাড়িতেই রয়েছে মৈলিক সুবিধা, যেমন-গ্যাস কানেনকশন, জলের কানেকশন ও বিদ্যুৎ।