Friday, February 7, 2025
বাড়িরাজ্যফিল্ম ইন্ডাস্ট্রি গড়তে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ

ফিল্ম ইন্ডাস্ট্রি গড়তে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : আগরতলায় শীঘ্রই ফিল্ম ইন্সটিটিউট স্থাপনের লক্ষ্যে বুধবার কলকাতা থেকে আগত সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর ডাইরেক্টর ইনচার্জ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয় খতিয়ে দেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

 সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর আধিকারিকরা বৃহস্পতিবার মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। আগরতলায় ফিল্ম ইন্সটিটিউট স্থাপনের বিষয়ে এইদিন বিস্তারিত আলোচনা হয়। মহাকরণে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাক্ষাৎকারে জানান রাজ্য সরকার কি করতে চাইছে এবং সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর আধিকারিকরা কি করতে চাইছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামি দুই থেকে তিন মাসের মধ্যে সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট রাজ্যে পথ চলা শুরু করবে। তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়ে গেছে। প্রথমিক ভাবে কি কি কোর্স চালু করা হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রীও সম্পূর্ণ ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য