Saturday, December 7, 2024
বাড়িরাজ্যরাজ্য মানবাধিকার কমিশনের সাইনবোর্ড কালো পতাকা দিয়ে ঢেকে দিয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবি...

রাজ্য মানবাধিকার কমিশনের সাইনবোর্ড কালো পতাকা দিয়ে ঢেকে দিয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবি করল সদর জেলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করল সদর জেলা কংগ্রেস। এইদিন সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শ্যামলীবাজারস্থিত রাজ্য মানবাধিকার কমিশনের অফিসে ঘেরাও করা হয়। মানবাধিকার কমিশনের অফিসের সামনে থাকা সাইনবোর্ড কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। একই সাথে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলে তারা।

এইদিনের কর্মসূচি থেকে কংগ্রেসের এক প্রতিনিধিদল মানবাধিকার কমিশনের কার্যালয়ে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি এসসি দাসের নিকট ডেপুটেশান প্রদান করে। এইদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা সহ অন্যান্যরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বর্তমানে রাজ্যে একের পর এক অপরাধ জনিত ঘটনা ঘটে চলছে।

অথচ নিরব ভুমিকা পালন করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মানবাধিকার কমিশনও নিরব ভুমিকা পালন করছে। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিজেপির দালাল হিসাবে কাজ করছেন। তার প্রতিবাদ জানিয়ে এইদিন মানবাধিকার কমিশনের অফিস ঘেরাও করা হয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শাহাজাহান ইসলাম জানান রাজ্যে একের পর এক মানবাধিকার হরণ হচ্ছে। মনু বাজার থানায় পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে এক সাধারণ মানুষের।

গত কয়েক বছরে আরো একাধিক থানাতে এভাবে পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে মানুষের। আগরতলা শহরে কার্নিভালে আক্রান্ত হচ্ছে শিশুরা। একই সাথে গত কয়েক মাসে আরো একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজ্যে হয়েছে। কিন্তু কুম্ভ-নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে রাজ্যের মানবাধিকার কমিশন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি ঘটনারও সরজমিনে দেখতে যায়নি এবং কোন মামলা নেয়নি মানবাধিকার কমিশনের কর্মীরা। তাই আজ ঘুম ভাঙাতে  কংগ্রেস কর্মী সমর্থকরা এসেছেন। কংগ্রেস কর্মী সমর্থকরা দাবি জানান অবিলম্বে যাতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেন। কারণ তিনি জনগণের পয়সায় বেতন নেন। যেহেতু তিনি কোন কাজেই আসছে না, তাই তার পদত্যাগ জরুরী বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য