স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : শনিবার রাজধানীর লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকার প্রয়াত ব্যবসায়ী হরিশংকর সাহা বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কথা বলেন পরিবারের প্রয়াত ব্যবসায়ী হরিশংকর সাহার স্ত্রী এবং ছেলের সাথে সাথে। মেলারমাঠের প্রয়াত ব্যবসায়ী হরিশঙ্কর সাহার আত্মার প্রতি শ্রদ্ধা জানান। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। পরে তিনি তাদের আশ্বস্ত করেন নিরাপত্তাহীন রাজ্য। কোন শৃঙ্খলা নেই।
এই সব কিছু শিকার হয়েছেন হরিশংকর সাহা। তিনি আরো বলেন সরকারের উদাসীনতার কারণে এমনটা হচ্ছে রাজ্যে। সেদিন পুলিশ হরিশংকর সাহাকে অনায়াসে বাঁচাতে পারতো। কিন্তু দেখা পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। তাই পুলিশও পরোক্ষভাবে খুনি বলে দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী।
মৃত ব্যবসায়ীর পরিবারকে তিনি আশ্বস্ত করেছেন যথাসম্ভব চেষ্টা করবেন অভিযুক্তের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ হরিশংকর সাহার ঘরের লোকই শুধু পরিবারের লোক হারায়নি, রাজ্যবাসী একটা পরিবার। এই পরিবারও একটা মানুষ হারিয়েছে। মৃতের পরিবার ও এদিন বিরোধী দলনেতার কাছে দাবি করেছেন অভিযুক্তের যাতে কঠোর শাস্তি হয় এবং মৃত্যুদণ্ড হয় তার জন্য যাতে তারা সরকারের কাছে দাবি জানান।