স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : জমির দলিল জালিয়াতি করে রেহাই মিললো না কুখ্যাত প্রতারকের। শুক্রবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ তুই চাকমা এলাকা থেকে কুখ্যাত প্রতারককে জালে তুলেছে। তার নাম রাজেশ ত্রিপুরা। তার বিরুদ্ধে অভিযোগ ২০২৩ সালে পশ্চিম আগরতলা থানায় ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লির অধিকর্তা হিমাংশু পালসাল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে ছয় জনের বিরুদ্ধে।
এর মধ্যে ছিল রাজেশ ত্রিপুরা অন্যতম কুখ্যাত প্রতারক। পুলিশ তদন্ত নেমে তিনজনকে আগেই গ্রেফতার করেছিল। শুক্রবার রাতে অপর অভিযুক্ত রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করে। আরো দুই অভিযুক্ত এখনো পুলিশের নাগালের বাইরে। পুলিশ বাকি দুজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালাচ্ছে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান তারা ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লির কাছে মানুষের জমির দলিল নকল করে জমা দিয়ে প্রায় ৯ কোটি টাকা হাতিয়ে নেয়। এর পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল। এখন পুলিশ তাদের জালে তুলছে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে ৮ থেকে ১০ লক্ষাধিক টাকার বিভিন্ন সামগ্রী বহু ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করেছিল। সেই অর্থ রাশি পর্যন্ত তারা মিটিয়ে দেয়নি। ভুয়া চেক দিয়ে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছে। নির্দিষ্ট ধারা অনুযায়ী পুলিশ মামলা হাতে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।