Friday, November 8, 2024
বাড়িরাজ্যরাস্তা নিয়ে বিবাদ করতে গিয়ে আক্রান্ত প্রাক্তন পুলিশ অফিসার, আহত সংখ্যালঘু পরিবারের...

রাস্তা নিয়ে বিবাদ করতে গিয়ে আক্রান্ত প্রাক্তন পুলিশ অফিসার, আহত সংখ্যালঘু পরিবারের এক মহিলাও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : রাস্তার আবর্জনাকে কেন্দ্র করে প্রাক্তন ডি এস পি এবং এক পরিবারের মধ্যে বাঁধলো বিবাদ। আক্রান্ত হলেন দুই পরিবারের লোকজন। ঘটনার বিবরনের জানা যায়, বোধজং নগর থানার অন্তর্গত দেব রাম ঠাকুর পাড়ায় জোত জায়গার একটি রাস্তার মধ্যে আবর্জনার স্তুপ জমিয়ে রেখেছিল মোহাম্মদ আলী পরিবার। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে।

প্রাক্তন ডিএসপি সুনীল মুড়াসিং এদিন সকালবেলা দিলীপ দেববর্মার বাড়িতে বেড়াতে যায়। রাস্তায় গাড়ি পার্কিং করতে তার অসুবিধা হওয়ায়, দুপুর বেলা দিলীপ দেববর্মাকে সঙ্গে নিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগায়। সে সময় প্রাক্তন পুলিশ অফিসার সুনীল মুড়াসিং আবর্জনার স্তূপ রাস্তা থেকে সরিয়ে মোহাম্মদ আলীর বাড়ির গেইটে নিয়ে রাখে। তখন বাধা দেন মোহাম্মদ আলীর পরিবার। এতে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে। একটা সময়ের পর উত্তেজিত হয়ে দুই পরিবারের লোকজন একে অপরের উপর হাত তুলে বলে অভিযোগ দুই পরিবারের। এতে আহত হয় দুই পরিবারের লোকজন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন মোঃ আলীর পরিবারের এক মহিলা।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বোধজং নগর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত দিলীপ দেববর্মার পরিবার তাদের সাথে ঝামেলা বাধার চেষ্টা করছিল। তার বাড়ির সামনে যে রাস্তাটি দীলিপ দেববর্মার পরিবারকে চলাচলের জন্য দিয়েছে সে রাস্তাটি তার জোতের জায়গা। তারপরও প্রাক্তন পুলিশ আধিকারিকের আত্মীয় দীলিপ দেববর্মা তাদের সাথে ঝামেলা শুরু করেছে। মঙ্গলবার আচমকা তার বাড়ির গেটে এনে সুনীল মোড়াসিং -কে আবর্জনা রাখে। তখন বাধা দিলে তার পরিবারের উপর আক্রমণ করে অভিযুক্ত সুনীল মোড়াসিং এবং দিলীপ দেববর্মা।

অপরদিকে প্রাক্তন পুলিশ অফিসার সুনীল মোড়াসিং -এর অভিযোগ আবর্জনা স্তূপ রাস্তায় জমিয়ে রেখে চলাচলের ব্যাঘাত ঘটায় মহম্মদ আলী। দীর্ঘদিন ধরে এভাবে যন্ত্রণা দিয়ে আসছিল মহম্মদ আলী। আজ যখন রাস্তা দিয়ে পরিষ্কার করছিলেন তখন আক্রমণ করেন মহম্মদ আলী। তার মাথায় পাথর দিয়ে আঘাত করেছে এবং গাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জানা যায় দুই পক্ষ থেকে মামলা করা হবে থানায়। এখন দেখার বিষয় পুলিশ ঘটনার কতটা সুষ্ঠু তদন্ত করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য