Friday, November 8, 2024
বাড়িরাজ্যএলাকাবাসীর হাতে আটক এক বিধবা মহিলা সহ এক টিএসআর

এলাকাবাসীর হাতে আটক এক বিধবা মহিলা সহ এক টিএসআর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : ফষ্টিনষ্টি করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক এক বিধবা মহিলা সহ এক টিএসআর জওয়ান। ঘটনা সোমবার সাতসকালে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা গকুল সর্দার পাড়ায়। স্থানীয়রা পরবর্তী সময় ধৃতদের আমতলি থানার পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় রাজধানীর গুর্খাবস্তি এলাকার বাসিন্দা বুলু দাস। পেশায় সে একজন টিএসআর জওয়ান। সোমবার সাতসকালে সে রাজধানী লাগোয়া গান্ধিগ্রাম এলাকার এক বিধবা মহিলাকে নিয়ে তার নিকট আত্বিয় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা গকুল সর্দার পাড়ার বাসিনা শ্যামল দাসের বাড়িতে উপস্থিত হয়। শ্যামল দাসের বাড়িতে গিয়ে সে আকণ্ঠ মদ্যপান করে ঐ বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তখনই এলাকাবাসিরা তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। বাড়ির মালিক শ্যামল দাসের স্ত্রী জানান পূর্বে একদিন এই বিধবা মহিলাকে নিয়ে বুলু দাস তাদের বাড়িতে গিয়েছিল।

সেইদিন তারা বুলু দাসকে বাড়ি থেকে বের করে দেন। তারপর সোমবার ফের ঐ মহিলাকে নিয়ে বুলু দাস তাদের বাড়িতে যায়। বুলু দাস পরিচয় দেয় বিধবা মহিলা তার বৌদি হয়। তিনি আরও জানান বুলু দাস ও এই বিধবা মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত হলে স্থানীয়রা তাদেরকে হাতে নাতে আটক করে।‌স্থানীয়রা টিএসআর জওয়ান বুলু দাস ও বিধবা মহিলাকে আটক করার পর আমতলি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় টিএসআর জওয়ান বুলূ দাসের স্ত্রী ও সন্তান রয়েছে। অপরদিকে বিধবা মহিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার পুলিশ ধৃতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য