স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে জমে উঠেছে পূজার বাজার। বিভিন্ন সাইজের মূর্তি নিয়ে বাজারে হাজির মৃৎ শিল্পীরা। ভিড় জমিয়েছেন ক্রেতারাও। যে যার পছন্দ মতো ক্রয় করছেন ধনের দেবী লক্ষ্মীর মূর্তি সহ পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী। লক্ষ্মী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়।
দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত। বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করে থাকেন। এই পূজা সাধারণত বাড়ির সধবা স্ত্রী লোকেরাই করে থাকেন। ধর্মীয় রিতি অনুযায়ী ১৬ অক্টোবর বুধবার রাত থেকে শুরু হবে লক্ষ্মী পুজার তিথি। লক্ষ্মী পুজাকে সামনে রেখে মৃৎ শিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে বাজারে হাজির হয়েছেন। বিভিন্ন আকারের লক্ষী প্রতিমা তৈরি করছেন তারা। মূর্তি বিক্রেতারা জানান গত বছরের তুলনায় এই বছর বাজারে মূর্তি কিছুটা কম এসেছে।
কারন বন্যার কারনে অনেক মূর্তির ক্ষতি হয়েছে। মূর্তির চাহিদা ভালোই রয়েছে। ২৫০ টাকার থেকে ২,৫০০ টাকার পর্যন্ত লক্ষ্মীর মূর্তি রয়েছে বলে জানান তিনি। সোমবার বটতলা এলাকায় লক্ষ্মীর প্রতিমা নিয়ে বসেন বিক্রেতারা। আকার অনুযায়ী দাম নির্ধারণ করেছেন তারা। লক্ষ্মীর প্রতিমা সহ পুজোর আনুসাংগিক সামগ্রী ক্রয় করতে বাজার মুখী হয়েছেন গৃহস্থরা। বাজারে মূর্তি ক্রয় করতে আসা এক মহিলা জানান মঙ্গলবার বাজারে ভিড় বেশি হতে পারে। তাই সোমবার তিনি বাজার সেরে নিচ্ছেন। তিনি আরও জানান বাজারে মূর্তি রয়েছে যথেষ্ট পরিমাণে। কিন্তু মূর্তির দাম কিছুটা বেশি। লক্ষ্মীর আরাধনা করতে বিভিন্ন সামগ্রী ক্রয় করতে এদিন সকাল থেকেই বাজারে ভিড় জমায় সাধারন মানুষ। বাজার বেশ জমজমাট। লক্ষ্মীর মূর্তি, ফল ছাড়াও বহু ক্ষুদ্র ব্যবসায়ী এইদিন লক্ষ্মী পূজার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী নিয়ে বসেন বিক্রয়ের জন্য। এদিন রাজধানীর বাজার গুলিতে ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যস্ততা ছিল লক্ষ্যণীয়।