স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : বিজয়া দশমীর দিন আগরতলা শহরে বকেয়া টাকা দিতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ব্যবসায়ী। নিখোঁজ ব্যবসায়ীর নাম অজয় আচার্যী। রবিবার দুপুর একটা থেকে নিখোঁজ তিনি। তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম এলাকায়। গান্ধীগ্রাম বাজারে অজয় আচার্যীর দোকান রয়েছে। এদিন দুপুরবেলা তিনি আগরতলা শহরে আসে পাইকারি বস্ত্র ব্যবসায়ীদের ঋণ মিটিয়ে দিতে।
কিন্তু কিছুক্ষণ পর থেকে পরিবারের লোকজন তার কোন খোঁজ খবর পাচ্ছে না। আত্মীয় পরিজনের বাড়িতে খবর নিয়ে জানতে পারে তাদের বাড়িতেও যান নি তিনি। তারপর এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। কিন্তু ২৪ ঘন্টা অধিক্রান্ত হয়ে গেল পুলিশ অজয় আচার্যীকে উদ্ধার করতে পারেনি।