স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : পেট্রোপণ্যের মূল্য এবং রান্নার গ্যাসের মূল্য সহ সি এন জি গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিবাদে বুধবার রাস্তায় নামে এস ইউ সি আই। বর্ধিত মূল্যের উপর ভ্যাট এবং সেস সমহারে বৃদ্ধি পাচ্ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষ। তাই এদিন টি এন জি সি এল -এর কৃষ্ণনগর স্থিত সার্ভিস সেন্টারের সামনে এক বিক্ষোভ সভা সংগঠিত করে এস ইউ সি আই।
দাবি তোলা হয় অবিলম্বে সি এন জি এবং পাইপলাইন গ্যাসের উপর থেকে ভ্যাট এবং সেস কমানোর জন্য, লাইন গ্যাসের উপর বর্ধিত মূল্য প্রত্যাহার করা, পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করার জন্য। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। অরুণ ভৌমিক জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি জনসাধারণের বিরুদ্ধে অনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তাই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি।