Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যচূড়ান্ত সিদ্ধান্ত হলো না বৃষকেতুর

চূড়ান্ত সিদ্ধান্ত হলো না বৃষকেতুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো না রাজ্য বিধানসভা। বুধবার আই পি এফ টি দলের নেতৃত্ব এবং বৃষকেতু দেববর্মাকে অধ্যক্ষের সামনে সশরীরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু এদিনো বিধায়ক এবং আই পি এফ টি দলের নেতৃত্ব বিধানসভার অধ্যক্ষ সামনে উপস্থিত হননি।

 ফলে বৃষকেতু দেববর্মা পদ নিয়ে আবারো জল্পনা বাড়ল। এদিন সমস্ত নিয়ম-কানুন মেনে অধ্যক্ষ রতন চক্রবর্তী পুনরায় বৃষকেতু দেববর্মাকে উপস্থিত থাকার জন্য দিনক্ষণ নির্ধারণ করে দেন। আগামী ১৬ জুন যদি বৃষকেতু দেববর্মা অধ্যক্ষের সামনে উপস্থিত না হন তাহলে বিধায়ক পদ থেকে বহিষ্কার নয়তো আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বৃষকেতু দেববর্মার বলে ধারণা। উল্লেখ্য, বৃষকেতু দেববর্মা কোনরকম পদত্যাগপত্র বিধানসভায় দাখিল না করে আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথাতে যোগদান করেন। সুতরাং পরবর্তী সময় বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হয় বিধানসভায়। এমনকি সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বৃষকেতু দেববর্মা উপস্থিত ছিলেন না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য