Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যভোক্তা দিবস উদযাপন

ভোক্তা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে হবে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে। ক্রেতা যারা অর্থের বিনিময়ে সামগ্রী ক্রয় করছেন তারা যাতে অসাধু ব্যবসায়ীর মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকটি বিবেচনা করেই ভোক্তা সুরক্ষা দিবস উদযাপন করা হয়। বুধবার টাউন হলে ত্রিপুরা ষ্টেট এন এস এস সেল ও খাদ্য, জনসংভরন ও ভোক্তা সুরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব ভোক্তা সুরক্ষা দিবস উদযাপন করে এ কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব।

 ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার বিষয়ে বেশি করে সচেতন হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষকে মোবাইল ফোনে বন্দী করে ফেলেছে। অপর দিকে প্রযুক্তির অসৎ ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। ভোক্তা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিনটি পালনে মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে অসাধু ব্যবসায়ীদের শিকার না হয়। এন এস এস যারা সমাজকে সুন্দর করতে চায়, তাদের মাধ্যমে ভোক্তা অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা নিতে হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠান এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুল ও কলেজের এন এস এস-র সদস্য সদস্যারা এই অনুষ্ঠানে অংশ নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য