Sunday, February 16, 2025
বাড়িজাতীয়ভারত শুধুমাত্র শান্তির পক্ষই বেছে নিয়েছে, ইউক্রেন প্রসঙ্গে বললেন জয়শঙ্কর

ভারত শুধুমাত্র শান্তির পক্ষই বেছে নিয়েছে, ইউক্রেন প্রসঙ্গে বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.) : ইউক্রেন-রাশিয়া সঙ্ঘাতের একেবারে বিরুদ্ধে ভারত। লোকসভায় জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার লোকসভায় এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত একটিই মাত্র পক্ষ বেছে নিয়েছে, আর তা হল শান্তির পক্ষ। হিংসার অবসান চেয়েছে ভারত। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লোকসভায় এদিন এস জয়শঙ্কর বলেছেন, “সমস্ত সদস্যই সম্মত হবেন, ভারতের পন্থা জাতীয় প্রত্যয় ও মূল্যবোধ, জাতীয় স্বার্থ এবং জাতীয় কৌশল দ্বারা পরিচালিত হওয়া উচিত। আমরা দৃঢ়ভাবে সংঘাতের বিরুদ্ধে, আমরা বিশ্বাস করি রক্ত ​​ঝরিয়ে এবং নিরপরাধ জীবনের মূল্য দিয়ে কোনও সমাধানে পৌঁছনো যাবে না। বর্তমান সময়ে সংলাপ এবং কূটনীতি যে কোনও বিরোধের সঠিক উত্তর।”

জয়শঙ্কর লোকসভায় জানিয়েছেন, “ভারত যদি কোনও একটি পক্ষ বেছে নিয়ে থাকে, তাহলে তা হল শান্তি পক্ষ এবং এই হিংসা অবিলম্বে অবসানের জন্য। এটিই আমাদের নীতিগত অবস্থান এবং রাষ্ট্রসঙ্ঘ-সহ আন্তর্জাতিক ফোরাম ও বিতর্কে আমাদের অবস্থানকে ধারাবাহিকভাবে নির্দেশিত করেছে।” ইউক্রেনের বুচা শহরে সাধরন নাগরিকদের হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেছেন, ভারত এই রিপোর্টে “ভীষণ উদ্বিগ্ন”। “আমরা সেখানে যে হত্যার ঘটনা ঘটেছে তীব্র নিন্দা করি। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয় এবং আমরা একটি স্বাধীন তদন্তের আহ্বানকে সমর্থন করি,” জয়শঙ্কর বলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য