স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : হিন্দি সিনেমা খাট্টা মিঠা মধ্যে দর্শকরা উপভোগ করেছিলেন রোলার দুর্ঘটনার চিত্র। এই কমেডি সিনেমার নায়ক ছিলেন অক্ষয় কুমার। সেই সিনেমার মতোই সোমবার এক রোলার দুর্ঘটনার দৃশ্য লক্ষ্য করা গেছে।
অল্পের জন্য বড় দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেল গোটা পরিবার। রোলার বাড়ির টিনের বেড়া ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে । যদিও রোলার চালক দূর্ঘটনা ঘটার আগেই স্টেয়ারিং ছেড়ে লাফ দিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাস্তায়। বাড়িতে রোলার প্রবেশের ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ নেতাজী পল্লী এলাকায়। জানা যায়, বাড়ির টিনের বেড়া ভেঙ্গে শংকর চক্রবর্তীর বাড়িতে হঠাৎ এই রোলার ঢুকে যায়। যার ফলে শংকর চক্রবর্তীর ঘরের একটি অংশ ভেঙ্গে তছনছ হয়ে যায়।
ঘরে ছিল শংকর চক্রবর্তীর পরিবার, অল্পের জন্য রক্ষা প্রানে বেঁচে যায়। জানা যায় ব্রীজ চৌমুহনী দিক থেকে রোলার চালক দ্রুত গতিতে রোলার গাড়ি চালিয়ে আসার সময় নেতাজী পল্লীর এলাকায় নিয়ন্ত্রন হারাতেই রোলার একেবারে শংকর চক্রবর্তীর বাড়িতে ঢুকে যায় এমনটাই জানান এক প্রত্যক্ষদর্শী । খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা এবং বিলোনিয়া থানার পুলিশ। এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া পূর্ত দপ্তরে । শুরু হয় বাড়ি থেকে রোলার উদ্ধার করার কাজ।