Monday, March 24, 2025
বাড়িরাজ্যরাজ্যে যারা অস্থিরতা সৃষ্টি করার প্রচেষ্টা করছে তাদের কাউকে ছাড়া হবে না...

রাজ্যে যারা অস্থিরতা সৃষ্টি করার প্রচেষ্টা করছে তাদের কাউকে ছাড়া হবে না : বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : বেশ কিছুদিন ধরে রাজ্যে সামাজিক ও রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। যাতে জনগণের নজর অন্যদিকে ঘুরে যায় এবং সরকারের উপর চাপ সৃষ্টি হয়। কিন্তু এ বিষয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সচেতন করে রেখেছিল। তারপরও একটা চক্র এই বিষয়গুলি নিয়ে মেতে উঠেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই বলে বিরোধীদের কাঠগড়ায় তুললেন প্রদেশ বিজেপি -র প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য।

সোমবার তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আরো বলেন, কদমতলায় উত্যক্ত পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। কঠুর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে। এবং এই ঘটনার পেছনে যারা সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই। যারা তাদের প্ররোচনা যুগিয়েছেন এবং উর্মাদনা সৃষ্টি চেষ্টা করেছেন তারাও কোনোভাবেই রেহাই পাবে না। পুলিশ এর জন্য তদন্ত শুরু করেছে। যা যা ব্যবস্থা নেওয়ার নেবে পুলিশ। এর জন্য সরকারের কাজে সমর্থন করে বিজেপি। কারণ এ ধরনের ঘটনা কোনভাবেই বর্দাস্ত করা যায় না। তিনি আরো বলেন, সরকার স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রে অগ্রগতি চায়। কিন্তু এই অগ্রগতি অনেকের পছন্দ নয়। তাই রাজ্যবাসীর স্বার্থে সিজা হাসপাতাল রাজ্যে স্থাপন করার উদ্যোগ সহ্য হচ্ছে না বিরোধী দলের। গত রবিবার দেখা গেছে সাংবাদিক সম্মেলন করে এই বিধায়ক অভিযোগ তুলেছেন।

 কিন্তু তাদের এ ধরনের কার্যকলাপ মানুষ পছন্দ করে না। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আর আগের মত ব্যাপক হারে মানুষকে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে যেতে হয় না। জোটিল অস্ত্র প্রচার পর্যন্ত ত্রিপুরা রাজ্যে হচ্ছে। এ রাজ্যে ফরেনসিক ইউনিভার্সিটি এবং ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। রাজ্যের বাইরে থেকে ছেলেমেয়েরা ত্রিপুরায় আসছে পড়াশোনা করার জন্য। সুতরাং ভারতীয় জনতা পার্টির একটি নীতি রয়েছে। কোনভাবে অস্থিরতা ও বিভ্রান্ত করে ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান সরকারকে দমিয়ে রাখা যাবে না বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য