স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার স্বাস্থ্য শিবির এবং বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, বর্তমান সরকার সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে। সে আহবানে সাড়া দিয়ে সমাজ এগিয়ে চলেছে তারই জলজ্যান্ত উদাহরণ আজকের কর্মসূচি।
লটারি ক্লাব এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ সহযোগিতায় কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয় বস্ত্রদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে তারা। গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় ৩১ নং ওয়ার্ডের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। পরবর্তী সময় তিনি স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন। এলাকার বন্যা দুর্গতদের হাতে বস্ত্র তুলে দেন। পাশাপাশি আসন্ন পূজার শুভেচ্ছা জানান সাংসদ।