স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ অক্টোবর : প্রতি বছরের মত এ বছরও দুর্গাপূজায় ব্রতী হয়েছে রাজধানীর এমবিবি ক্লাব। এবছর পঞ্চমী তিথিতে পুজো মণ্ডবের উদ্বোধন হবে। সাংসদ রাজীব ভট্টাচার্য পুজো মন্ডপের উদ্বোধন করবেন। রবিবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন ক্লাবের সম্পাদক শশাঙ্ক রায়। তিনি জানিয়েছেন এবছর পূজোর থিম হারানো শৈশব।
অতীতের টানা রিকশা, বায়োস্কোপ সহ শৈশবের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হবে। যেগুলোর সাথে আজকে ছেলেমেয়েরা পরিচিত নয় বলেই চলে। তাই এগুলি আজকের ছেলে মেয়েদের উদ্দেশ্য করে এবং সকল দর্শনার্থীদের উদ্দেশ্য করে তুলে ধরা হবে। এবারকার মন্ডপ শিল্পী হিসেবে থাকবেন সঞ্জীব দেবনাথ এবং মৃৎশিল্পীও তিনি। আলোকসজ্জায় থাকবে স্থানীয় একটি ইলেকট্রনিক্স। প্রতি বছরের মতো এবছরও কিছু সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বস্ত্র দান, নাগরিক সংবর্ধনা ইত্যাদি। এ বছর পূজোর বাজেট প্রায় নয় লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।