স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : বুধবার ধর্মনগর টাউন হলে উত্তর জেলার পলিট্যাকনিক ও সরকারী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন উত্তর জেলার জেলা শাসক, জেলা পুলিশ আধিকারিক, উত্তর জেলার পলিট্যাকনিকের প্রন্সিপাল সহ অন্যান্যরা। গতানুগতিক শিক্ষা দানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত সমস্ত সুযোগ ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিয়মিত বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংশোধিত জাতীয় শিক্ষা নীতির ইতিবাচকতা ও ত্রিপুরার আগামী ২৫ বছরের রূপরেখা অনুসারে সম্ভাবনাময় দিকগুলিকে কাজে লাগিয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে উপার্জন উপযোগী নিশ্চিত সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে। পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলী সম্পর্কে সজাগ দৃষ্টি, একাগ্রতা ও দৃঢ়তা সংকল্প, লক্ষ্য প্রাপ্তির পথে গতি সঞ্চারিত করে। জেলার বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়ের সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।