Friday, April 19, 2024
বাড়িরাজ্যপ্রতিশ্রুতি রক্ষার কাজ কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে : চাহাল

প্রতিশ্রুতি রক্ষার কাজ কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে : চাহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ২০১৪ ও ২০১৯ সালে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার কাজ কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। আগামী ২০২৩ সালের নির্বাচনে ত্রিপুরায় বিপুল সংখ্যক আসন নিয়ে বিজেপি ফের সরকার গঠন করবে। বুধবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এ কথা বলেন ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা সাংসদ রাজকুমার চাহাল।

সদ্য সমাপ্ত ৫ রাজ্যের মধ্যে ৪ টিতে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। এমন একটা সময় আসবে যখন সমগ্র দেশে বিজেপি দল সরকার গঠন করবে। পূর্ণ রাজ্য প্রাপ্তির স্বর্ণ যুগ চলছে। বিজেপি সরকারের মাধ্যমে ত্রিপুরা আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এদিন সঙ্গে ছিলেন  ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য প্রভারী অশোক কুমার সিং , মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, কিষাণ মোর্চার সভাপতি জওহর সাহা সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সফল কৃষকদের সঙ্গে কথা বলেন কিষান মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তথা সাংসদ  রাজকুমার চাহাল। পরে সফল কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য