Saturday, December 21, 2024
বাড়িরাজ্যস্বাস্থ্যের কেন্দ্রে রোগীর উপচে পড়া ভিড়, পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা

স্বাস্থ্যের কেন্দ্রে রোগীর উপচে পড়া ভিড়, পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : সোনামুড়া সামাজিক স্বাস্থ্যের কেন্দ্রে রোগীর উপচে পড়া ভিড়। রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ জন চিকিৎসক দিয়ে চলছিল সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু গত ২ অক্টোবর কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দেবারুন রায়। তাই পরবর্তী সময় একাই চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে হয় অপর চিকিৎসক ডায়াল দের্ব্বমাকে।

 বিষয়টি সংবাদ মাধ্যমে সামনে আসতেই মহকুমা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একজন চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্যের কেন্দ্রে। এ বিষয়ে জানান সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশনে আসার চিকিৎসক। হাসপাতালের অপর চিকিৎসক কুনাল দেববর্মা জানান, এই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত ১১ টি সাব সেন্টার রয়েছে। যার সর্বমোট জনসংখ্যা ৫৫ হাজার। এত সংখ্যক জনসংখ্যা সম্পন্ন এলাকা সামাল দিতে অনেকটাই কষ্ট সাধ্য হয় চিকিৎসক স্বল্পতার কারণে। সকাল থেকে এই হাসপাতালে বহু রোগী জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের সমস্যা নিয়ে হাজির হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। বহু রোগী অসুস্থ হয়ে পড়ছে। কেউ কেউ অপেক্ষা না করে বিশালগড় মহকুমা হাসপাতালে বা জিবি হাসপাতালে চলে আসছে। পরিষেবা যে কতটা নগ্ন দশা সেটা যারা প্রত্যক্ষ করছে তারাই বলছে।

 একই অবস্থা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে। ইন্টারসিপ করা চিকিৎসকদের দিয়ে অধিকাংশ সময় হাসপাতালে চলছে পরিষেবা। আর অভিজ্ঞ চিকিৎসকরা আগরতলা শহরের মোড়ে মোড়ে চেম্বার খুলে পরিষেবা দিয়ে চলেছে। এভাবেই পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের। কেউ কেউ পরিষেবার উপর থেকে আস্থা হারিয়ে বহিঃরাজ্য মুখী হচ্ছে। বর্তমান সরকার চিকিৎসা ক্ষেত্রে রাজ্যকে হাব তৈরি করতে চাইলেও পরিকাঠামোর যথেষ্ট অভাব এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে সেটা ষ্পষ্ট। এভাবে চলতে থাকলে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে হাব তৈরি হবে ভাবলে ভুল হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য