স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : জেআরবেটি -র গ্রুপ ডি -র ফলাফল প্রকাশ হওয়ার পর হতাশ করেছে রাজ্যের দিব্যাঙ্গন যুবক যুবতীদের। বৃহস্পতিবার জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা। এইদিন দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা জেআরবিটি বোর্ডের অফিসে গিয়ে বোর্ডের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে। দিব্যাঙ্গ চাকুরি প্রত্যাশীরা জানান জেআরবিটি বোর্ড গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে চাকুরির জন্য পরীক্ষা নেয়।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর চাকুরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু দেখা যায় গ্রুপ-সি পদে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত ৩৭ টি ও গ্রুপ-ডি পদে ২০ টি পদ শূন্য রয়ে গেছে। তাই তাদের দাবি কোন ভাগ না করে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত এই শূন্য গুলি অবিলম্বে পূরণ করতে হবে। এদিকে এক চাকরির প্রত্যাশী শান্তি প্রসাদ রায় নামে এক যুবকের বক্তব্য, আরটিআই করে তিনি জানতে পেরেছেন ৪২ নম্বর পাওয়ার সত্ত্বেও তিনি চাকরি পায়নি।
কিন্তু তিনি এস সি ক্যাটাগরি এবং শারীরিকভাবেও দিব্যাঙ্গন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার থেকে কম নম্বর পেয়েও বহু ছেলে মেয়েরা চাকরি পেয়েছে বলে দাবি করুন তিনি। উল্লেখ্য, মেধা তালিকা প্রকাশ হওয়ার পর থেকে নানা অভিযোগে জর্জরিত জে আর বি টি। কিন্তু এখন পর্যন্ত সরকার এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছে না। গত কয়েকদিন আগে যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল জে আর বি টি অপেক্ষা তালিকা এবং নম্বরের তালিকা প্রকাশ না করে মেধা তালিকা প্রকাশ করেছে। এতে অনিয়মের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ষ্পষ্টীকরণ নেই সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের।