Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যসংখ্যালঘু কল্যাণ দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

সংখ্যালঘু কল্যাণ দপ্তরে যুব কংগ্রেসের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশান প্রদানের পর প্রতিনিধি দলের এক সদস্য জানান সংখ্যা লঘু কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে সংখ্যা লঘু সম্প্রদায়ের বহু ছাত্র-ছাত্রী বহিঃরাজ্যে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করে।

 বিশেষ করে বহিঃরাজ্যের বিভিন্ন কলেজে বিএড কোর্স করে ছাত্র-ছাত্রীরা। দপ্তর থেকে আগে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে কাট অফ মার্কস নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৬০ নাম্বার। যথারীতি ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হওয়ার পর সেই কার্ট অফ মার্কস বৃদ্ধি করে ৬৬ করা হয়েছে। ফলে বহু ছাত্র-ছাত্রীর নাম দপ্তরের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পরে গেছে। তাছাড়া আগে যেখানে বিএস কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রিদেড় প্রতি বছর ৯০ হাজার টাকা প্রদান করা হতো। বর্তমানে তা কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। সেই টাকাও ছাত্র-ছাত্রীরা সময় মতো পাচ্ছে না। ফলে বহিঃরাজ্যে বিএড কোর্সে ভর্তি হয়ে বর্তমানে বিপাকে পড়েছে সংখ্যা লঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা। তাই এইদিন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য