স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : গত কয়েক মাসে একাধিক নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে রাজ্যের বিভিন্ন থানায় এলাকায়। কিন্তু পুলিশ প্রশাসন সুষ্ঠু ব্যবস্থাপনার যথেষ্ট অভাবের কারণে নারীরা বর্তমানে অসুরক্ষিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিয়ে বর্তমান সরকারের দিকে আঙ্গুল তুলল ডি ওয়াই এফ আই। মঙ্গলবার দুপুরে ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন, গত কয়েক মাস ধরে এমন কোন দিন বাদ যাচ্ছে না যে রাজ্যের কোনো না কোনো মহকুমায় মহিলা সংক্রান্ত অপরাধ সংগঠিত হয় নি। গোটা রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একই অবস্থা সারাদেশে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছিলেন যে প্রধানমন্ত্রী, তাঁর সময়েই এ ধরনের নারী সংক্রান্ত অপরাধ সংগঠিত হচ্ছে। বিশেষ করে বিজেপি জামানায় নারীরা সুরক্ষিত নয়। তাদের কোন নিরাপত্তা নেই। গত ছয় মাসের রাজ্যে ৫৯৩ টি নারী সংক্রান্ত মামলা হয়েছে। এছাড়াও বহু ঘটনার সংগঠিত হয়েছে যেগুলি মন্ডল নেতাদের চাপে পড়ে থানায় গিয়ে মামলা করার সাহস পাচ্ছে না মানুষ। এই জঙ্গলের রাজত্ব থেকে বের হয়ে আসতে কোন রং না দেখে সকল অংশের মানুষকে রাস্তায় নামার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এই জঙ্গলে রাজত্বে পুলিশ সাহস পাচ্ছে না তাদের মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করার। তাই আজকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা দিতে দাবি করা হয়েছে বলে জানান তিনি।