Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যরক্তদান শিবির ও নেশা বিরোধী কর্মশালার উদ্বোধন করলেন মন্ত্রী

রক্তদান শিবির ও নেশা বিরোধী কর্মশালার উদ্বোধন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে এম বি বি শতবার্ষিকী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও নেশা বিরোধী কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন সহ অন্যান্যরা।

নেশার বিরুদ্ধে কোন আপোস করে না সরকার। নেশা মুক্ত রাজ্য গঠনে যুদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার। তাই বড় মাত্রায় নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে। আটক করা হচ্ছে নেশা কারবারিদের। এই ক্ষেত্রে সকলকে এক হয়ে হাতে হাত রেখে কাজ চালিয়ে যেতে হবে। সুস্থ জীবনের জন্য নেশা থেকে দূরে রাখতে হবে পড়ুয়াদের। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা। শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য