স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : রবিবার বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে রাজধানী মেলার মাঠে এলাকা থেকে শনিবার রাতে অপহরণ হয়েছে এক ব্যবসায়ী। ব্যবসায়ির নাম গৌতম সাহা। পরবর্তী সময় বিষয়টি নিয়ে পুলিশকে জানায় পরিবারের লোকজন।
কিন্তু ব্যবসায়ী গৌতম সাহা অপহরণ হয়নি। তিনি তার ব্যক্তিগত কারণে বাড়ি ছেড়েছেন। সোমবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আবারও আশ্বস্ত করতে চান, সাধারণ মানুষের সুরক্ষায় তৎপর রয়েছে স্বরাষ্ট্র দপ্তর।