স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : সোমবার সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার পরিচালিত সমস্ত এসটি হোস্টেলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এদিন সরকার পরিচালিত এসটি হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
তিনি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো রাজ্যের ছেলে মেয়েরা যাতে আগামী দিন খেলাধুলা এবং পড়াশোনা উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে পারে। কারণ পড়াশোনা এবং খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীরা জীবনে সাফল্য লাভ করতে পারবে না। তাই দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই সরঞ্জাম গুলি তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিন কৃতী ২৩ জন ছাত্র এবং ২২ জন ছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ১৬৪ টি হোস্টেলে খেলার সরঞ্জাম প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।