স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : আগরতলা পুর নিগমের উদ্যোগ স্বচ্ছতাই সেবা অঙ্গ হিসেবে গাঙ্গাইল রোড স্থিত রামকৃষ্ণ মন্দিরে এক কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই কর্মসূচি সূচনা করেন।
মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সেবা পাক্ষিক কর্মসূচি হিসেবে গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আগরতলা পৌরনিগমের সবগুলি ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। এই কর্মসূচি হাতে নেওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষকে পরিবেশ রক্ষার সম্পর্কে সচেতন করা। আগরতলা শহরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্ব নিতে হবে। তিনি আরো বলেন আগরতলা পুর নিগম চাইছে আরো কাজ করার। আগরতলা শহরবাসী দাবি অনুযায়ী শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন এলাকায় একটি আধুনিক বাজার করা হবে। আন্তর্জাতিক মানের রাস্তা তৈরি করা হবে। এলাকায় আরো আলোর ব্যবস্থা করা হবে। একই সাথে পানীয় জলের সু-বন্দোবস্ত করার জন্য চেষ্টা করছে আগরতলা পুর নিগম এবং সরকার। এমনটাই জানিয়েছেন তিনি।