স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার একাধিক দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে পূর্ব আগরতলা থানার পুলিশ ৬ জন চোরকে জালে তুলতে সক্ষম হয়। ধৃতদের নাম রাজু পাল, প্রসেনজিৎ সরকার, আমির হোসেন, সুদীপ দে, ভানু দেবনাথ, তুষার সাহা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা এই চুরির ঘটনায় জড়িত। পুলিশ তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তাদের আদালতে তোলে পুলিশ রিমান্ডে আনা হবে। তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে চুরি যাওয়া বাকি সামগ্রী গুলি তারা কি করেছে। এবং তাদের সাথে আরো কারা জড়িত রয়েছে। পুলিশের ধারণা খুব দ্রুত গোটা চুরির ঘটনার তথ্য বের করে আনতে পারবে।
এমনটাই জানিয়েছেন সদর মহাকুমা পুলিশ আধিকারিক। পুলিশের ধারণা তারা আরো বহু চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তাদের মধ্যে কেউ কেউ দাগি চোর রয়েছে। আগরতলা শহরে তারা ঘোরাফেরা করে এ ধরনের চুরির ঘটনা সংগঠিত করে চলেছে। তাদের একটা গ্যং দুর্গাপূজার আগে আগরতলা শহরের সক্রিয় হয়ে উঠেছিল। এবার পুলিশ তাদের জালে তুলতে শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ কতটা সফলতা পায়।