স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : গাঁজা পাচারের ঘটনায় জড়িত গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তিনজনকে জালে তুললো পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতদের নাম বিজয় দাস, রাজু পাল এবং প্রদীপ দেব। তাদের মধ্যে দুজনের বাড়ি রাজধানীর জয়নগর এবং বাধারঘাট এলাকায়।
অপর একজনের বাড়িতে তেলিয়ামুড়ায়। এ বিষয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে বহিঃ রাজ্যের এন এল ০১ কে ৮১৯৭ নম্বরের একটি লরি আটক হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫৫ কেজি শুকনো গাঁজা আটক করা হয়। পুলিশ গাড়িচালক মিঠুন কর্মকারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি অভিযুক্ত তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। তবে পুলিশ এখনো জানতে পারে নি গাঁজা গুলি কোথায় থেকে লোডিং করা হয়েছিল। এবং পাচারের মূল মাস্টারমাইন্ড কে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দ্রুত সমস্ত তথ্য সংগ্রহ করতে সফল হবে বলে ধারণা মহকুমা পুলিশ আধিকারিকের।