স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : লাগাতর চুরি সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্যান্টিনে। জানা গেছে আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শনিবার গভীর রাতে চুরির কান্ড সংগঠিত হয়। রবিবার সকালে বিদ্যালয়ের ক্যান্টিনের দায়িত্বে থাকা এক মহিলা ক্যান্টিনে আসতেই দেখতে পান ক্যান্টিনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তখন তিনি বুঝতে পারেন চুরির ঘটনা ঘটেছে।
তারপর তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করেই দেখতে পান ক্যান্টিনের বেশ কিছু খাবার সামগ্রী নিয়ে গেছে এবং কিছু নষ্ট করে ফেলে রেখেছে চোরের দল। সঙ্গে সঙ্গেই এই মহিলা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয় পরিচালন কমিটিকে ঘটনাটি জানান। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন সূর্যমনিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলের দ্রুত ছুটে যায়। জানা গেছে সূর্যমনিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। শনিবার গভীর রাতেও একই কায়দায় আবার চুরির ঘটনা সংগঠিত হয়। আমতলী থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।