স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : রবিবার রাজধানীর সুকান্ত একাডেমীতে ১৫ তম অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সরকার শুধু সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করে ইঞ্জিনিয়াররা। তারাই ত্রিপুরাকে আগামী দিন স্বয়ংসম্পূর্ণ করবে।
মন্ত্রী আরো বলেন, ইঞ্জিনিয়াররা দিনরাত পরিশ্রম করে সরকারি পরিকল্পনার সাফল্য। রাজ্য সরকারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের ধন্যবাদ জানানো হচ্ছে। তাই ইঞ্জিনিয়ারদের ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলে জানান তিনি। তিনি পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন, আগের সরকার ইঞ্জিনিয়ারদের উপর জুলুম করত। ইঞ্জিনিয়ারদের যে সকল সমস্যা গুলি রয়েছে সেই গুলি নিরসনের চেষ্টা করবে বর্তমান সরকার। সরকার ইঞ্জিনিয়ারদের সাথে রয়েছে। মন্ত্রী আরও বলেন রাজ্যের ইঞ্জিনিয়ারদের বর্তমান সমস্যাগুলির উপর ভিত্তি করে যে ১০ দফা দাবি তোলা হয়েছে, সেগুলি নিয়ে আগামী দিন মুখ্যমন্ত্রী সাথে তিনি আলোচনা করবেন। এমনটাই আশ্বাস দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উল্লেখ্য, দশ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হলো রাজ্যের বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ারের শূন্য পদ পড়ে থাকার পরেও সরকার নিয়োগের কোন সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ নিয়ে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বেকার মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।