স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : পুরনো পেনশন আইন ফিরিয়ে আনা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ব্যবস্থা করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা সহ বিভিন্ন দাবিতে সরব হল সরকারি কর্মচারী ফেডারেশন। সরকারি কর্মচারী ফেডারেশনের আহবানে ২৬ সেপ্টেম্বর ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী জাতীয় দাবি দিবস পালন করা হয়।
তারই অঙ্গ হিসাবে রবিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ১৪ দফা দাবিকে সামনে রেখে গণঅবস্থান সংগঠিত করে। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে এই গন অবস্থান সংগঠিত করা হয়। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান, জাতীয় ১০ দফা দাবি ও রাজ্যে দাবি সহ মোট ১৪ দফা দাবিকে সামনে রেখে এইদিন গনঅবস্থান সংগঠিত করা হয়েছে। তিনি রাজ্যের শিক্ষক কর্মচারীদের ভবিষ্যৎ নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য ও দেশের সরকারের নিকট দাবি জানান। তিনি পুরানো পেনশন স্কিম চালু রাখার দাবি জানান।