স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এবং কোলকাতার মেডিকা হসপিটাল -এর সহযোগিতায় আগরতলার আনন্দময়ী আশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। দুইজন চিকিৎসক এইদিনের স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন।
আনন্দময়ী রোটারী ক্লিনিকের এক শিশু চিকিৎসক জানান বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে এইদিন আনন্দময়ী রোটারী ক্লিনিকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। একজন কার্ডিওলজিস্ট ও একজন গেস্ট্রো এন্রোদিলজিস্টকে নিয়ে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এইদিনের শিবিরের আয়োজন করা হয়েছে।