Saturday, December 21, 2024
বাড়িরাজ্যভুল চিকিৎসার অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

ভুল চিকিৎসার অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : রাজ্যের মহকুমা হাসপাতাল গুলির অবস্থা কাহিল। বিভিন্ন সময় রোগী এবং রোগীর পরিজন ভুল চিকিৎসা এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তুলছে। কিন্তু নিদ্রা ভাঙছে না স্বাস্থ্য প্রশাসনের। এবার এক অষ্টম শ্রেণির ছাত্রীর মায়ের অভিযোগ তার মেয়েকে ভুল চিকিৎসা করেছেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি জানান, শুক্রবার তেলিয়ামুড়া নেতাজী নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী পাপিয়া সাহা বান্ধবীর সাথে ঝগড়া করে ব্যাথা পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যক্ষ করে ছাত্রীর অভিভাবকদের খবর দেন। তারপর তারা ছুটে গিয়ে শিক্ষিকাদের সহযোগিতায় অসুস্থ ছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছাত্রীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত এক চিকিৎসক ছাত্রীকে জ্বরের ইনজেকশন দেয়। যা অত্যন্ত ক্ষমতাসম্পন্ন ঔষধ। তারপর ছাত্রী অবস্থা গুরুতর হয়ে পড়ে। অভিযুক্ত চিকিৎসকের নাম অজয় হালাম। তারা আরও অভিযোগ করেন, কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর পরিবারের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। পরবর্তী সময় ছাত্রীকে আগরতলা জিবি হাসপাতালে রেফার লিখে দেন কর্তব্যরত এই চিকিৎসক। তাই বিষয়টি নিয়ে পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রীর মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য