Sunday, December 22, 2024
বাড়িরাজ্যকল্যাণী দে ফাউন্ডেশন দুর্গাপূজাকে সামনে রেখে আপনা ঘরের মায়েদের হাতে তুলে দিলেন...

কল্যাণী দে ফাউন্ডেশন দুর্গাপূজাকে সামনে রেখে আপনা ঘরের মায়েদের হাতে তুলে দিলেন বস্ত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : প্রতিবছরের মত এবছরের কল্যাণী দে ফাউন্ডেশন দুর্গাপূজাকে সামনে রেখে আপনা ঘর বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। সারা বছর সামাজিক কাজকর্মে কল্যাণী দে ফাউন্ডেশনের সদস্যরা নিজেদের জড়িত রাখে। বিশেষ করে দুর্গাপূজাকে সামনে রেখে তারা অসহায় বৃদ্ধ মায়েদের পাশে দাঁড়াতে ভুল করে না।

প্রতিবছর তাদের জন্য খাবার এবং নতুন বস্ত্র নিয়ে যায় কল্যাণী দে ফাউন্ডেশন। বৃদ্ধ মহিলাদের পাশে পরিবার না থাকলেও কল্যাণী দে ফাউন্ডেশন রয়েছে। সেই বার্তা দিতে তারা সারা বছরই তাদের খোঁজখবরও রাখেন। শনিবারও কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে মায়েদের হাতে বস্ত্র তুলে দেন কল্যাণী দে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রান পুরুষ তথা স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, ডিরেক্টর অভিষেক দে সহ কল্যানী দে ফাউন্ডেশনের অন্যান্যরা।

কল্যাণী দে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রান পুরুষ তথা স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে মায়েদের হাতে কাপড় তুলে দেওয়া হয়। কল্যাণী দে ফাউন্ডেশন পথ চলার আগে স্যন্দন পত্রিকার পক্ষ থেকে মায়েদের হাতে কাপড় তুলে দেওয়া হতো। তারপর কল্যাণী দে ফাউন্ডেশন পথ চলা শুরু করার পর কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে কাপড় তুলে দেওয়া হয়। প্রতিবছরের মতো আজীবন চলবে। আগামী দিনেও কল্যাণী দে ফাউন্ডেশনের অন্যান্যরা দুর্গাপূজা আগে এভাবে মায়েদের হাতে নতুন কাপড় তুলে দিয়ে হাসি ফুটাবে। কারণ মায়েরা এখানে সংসার ছেড়ে এসেছে। তারা যাতে ভালো থাকে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এভাবে দুর্গা পূজার আগে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য