Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যমানুষের সাথে বিরোধী দলের সম্পর্ক নেই, মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে...

মানুষের সাথে বিরোধী দলের সম্পর্ক নেই, মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামলেও কাজ হবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : শনিবার বিজেপি ৭ রামনগর মণ্ডলের অধিন ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় বিজেপি ৭ রামনগর মণ্ডলের অফিস গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এইদিন ফিতা কেটে মণ্ডল অফিসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি এইদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মণ্ডল অফিস ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সেবাই বিজেপির ধর্ম।

 সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় বিজেপি। বিরোধী দলের কোন কাজ নেই। মানুষের সাথে তাদের সম্পর্ক নেই। মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে। এতে করে কাজের কাজ কিছুই হবে না। নির্বাচনের পর তারা ঘরে বসে থাকে। আর প্রচার করে এই নির্বাচন প্রহসন হয়েছে। নির্বাচনের পূর্বে প্রচার করে আর বেশিদিন নেই তারা ক্ষমতায় চলে আসছে। এইগুলি দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে গেছে। পূর্বতন সরকারের সময়ে রাজ্যে যতগুলি খুন হয়েছে, সেই খুনের ফাইল পুনঃরায় খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন বহুবছর ধরে তারা যে ভাবে রাজনীতি করে এসেছে, সেইটা আর চলবে না।

 এইদিন কংগ্রেস ও সিপিআইএম-এর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন একজন আরেক জনের হাত ধরেছে বর্তমানে। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন ধর্ম নেই। রক্তের কোন বিকল্প নেই। রক্তের যেমন বিকল্প নেই, তেমনি একটা দিন আসবে ভারতবর্ষে বিজেপির কোন বিকল্প থাকবে না। এইদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য