স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : ২১ এবং ২২ সেপ্টেম্বর আমরা বাঙালি দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আমার বাঙালি রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন বাঙালি বঞ্চনার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর শিবনগর স্থিত এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন আমার বাঙালি দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্র পাল। আমার বাঙালি দলের কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা বলেন, এই দেশ স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি শহীদ হয়েছিল বাঙালিরা।
তাই বাঙালিদের বলিদান ভোলার নয়। কিন্তু স্বাধীনতার পরেও বাঙালীদের নিয়ে সাম্রাজ্যবাদের চক্রান্ত অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বাঙালিদের সাথে বিমাতাসুলভ আচরণ করে চলেছে।রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রৌদ্র পাল বলেন, স্বাধীনতার রূপকার বাঙালি বর্তমানে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে ভূমি অধিকার, চাকুরী ও ব্যবসা-বাণিজ্যের অধিকার থেকে তারা বঞ্চিত। দিল্লি, বিহার সহ বিভিন্ন রাজ্যে বাঙালিরা চাকরি ও ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। বর্তমানে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মতো বাঙালি রাজ্যেও তারা এভাবে বঞ্চনার শিকার হচ্ছে।
রাজ্যে গত কয়েক দশকে কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হলেও কেউই বাঙালির পাশে দাঁড়ায়নি। শনিবার এবং রবিবার দুদিনের রাজ্য সম্মেলন থেকে শপথ নেওয়া হয়েছে আগামী দিন বাঙালিদের অধিকার প্রতিষ্ঠিত করতে লড়াই করবে আমরা বাঙালি দল। বৃহৎ লক্ষ্য হলো শোষণমুক্ত এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়ার। এদিনের আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে দাবি তোলা হয় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, গন্ডাছড়ায় দুষ্কৃতীদের হামলায় ক্ষতিগ্রস্ত মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং দোষীদের গ্রেপ্তার করা সহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।