Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে, সৃষ্টি হয়...

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে, সৃষ্টি হয় উত্তেজনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে কর্মযজ্ঞ চলছে জুনিয়র ডাক্তার দিয়ে। ফলে কিছুদিন পর পর সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করছে জিবি হাসপাতালের নগ্ন পরিষেবা। ভুল চিকিৎসা এবং বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পড়ছে বহু রোগী। এমন অভিযোগ অহরহ উঠছে জিবি হাসপাতালে। শুক্রবার রাতে জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে দেখা দেয় উত্তেজনা। জানা যায় রাজধানীর নাগেরজলা এলাকার বিকাশ রায় চৌধুরী নামে এক রোগী দুই দিন ধরে জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

বিকাশ রায় চৌধুরীর মেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শ্বাসকষ্ট জনিত সমস্যার কারনে ওনার বাবাকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে ভর্তি করার পর থেকে হাসপাতালে কর্মরত নার্সরা সঠিক পরিষেবা দিচ্ছিল না। এমনকি রোগীকে সঠিক সময়ে ঔষধও দিচ্ছিল না। শুক্রবার রাতে হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা দুইটা ইনজেকশন নিয়ে আসার জন্য বলে। ইনজেকশন দুইটি এনে দেওয়ার পর হাসপাতালে কর্তব্যরত নার্সরা এক সাথে ইনজেকশন দুইটি দিয়ে দেয় রোগীকে।

তারপর রোগী মৃত্যুর কোলে ঢলে পরে। মৃত বিকাশ রায় চৌধুরীর মেয়ের অভিযোগ ভুল চিকিৎসার কারনে তার বাবার মৃত্যু হয়েছে। মৃত বিকাশ রায় চৌধুরীর পরিবারের লোকজনদের অভিযোগ তারা চিকিৎসকের সাথে কথা বলতে গেলে হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার শুরু করে। জুনিয়র চিকিৎসকরা মুহূর্তের মধ্যে আরও বেশ কয়েকজনকে ডেকে নিয়ে আসে তাদেরকে মারধর করার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে উত্তেজনা দেখা দেয়। একটা সময় হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসক ও মৃত রোগীর পরিবারের লোকজনদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে রোগীর মৃত্যু হতে পারে। আর কোন রোগীর মৃত্যু হলে সেই রোগীর পরিবারের লোকজনদের মানসিক অবস্থা কোন জায়গায় থাকবে তা সকলের জানা। সেই সময় চিকিৎসকের প্রয়োজন মৃত রোগীর পরিবারের লোকজনদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে সমবেদনা জানানো। সেই জায়গায় চিকিৎসকরা যদি তাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে হাসপাতালে উত্তেজনা ছড়ানোটা স্বাভাবিক ঘটনা। এই ধরনের ঘটনা ইতিপূর্বেও ঘটেছে জিবি হাসপাতালে। বিশেষ করে কথায় কথায় জুনিয়র ডাক্তাররা উত্তেজিত হয়ে রোগীর পরিবারের লোকজনদের মারধর করার জন্য লোকজন ডেকে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। দাবি উঠেছে স্বাস্থ্য দপ্তর বিষয়টি গুরুতর সহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় জিবি হাসপাতালের উপর সাধারন মানুষ আস্তা হারিয়ে ফেলবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য