Friday, April 19, 2024
বাড়িরাজ্যদ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ বেকার ফার্মাসিস্টদের

দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ বেকার ফার্মাসিস্টদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত মোতাবেক অতিসত্বর ফার্মাসিস্ট নিয়োগ করা সহ মোট তিনটি দাবিতে সোমবার গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বেকার ফার্মাসিস্টরা।

পাশাপাশি তারা এইদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশান প্রদান করতে আসা এক বেকার ফার্মাসিস্ট জানান ডিসেম্বর মাসে রাজ্য মন্ত্রীসভা হোমিওপ্যাথি ফার্মাসিস্ট ২২ জন, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট ২৫ জন এবং ৪১২ জন এলোপ্যাথি ফার্মাসিস্ট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু তার পর এই নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু করা হয় নি। তাই তাদের দাবি ১৫ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হোক। যাতে করে রাজ্যের বেকার ফার্মাসিস্টরা বেসিকরে সুযোগ পায়। এছাড়াও সকল রেজিস্টার ফার্মাসিস্টরা যেন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তারও ব্যবস্থা করার দাবি জানায় বেকার ফার্মাসিস্টরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য