Sunday, February 16, 2025
বাড়িরাজ্যরক্তদানে এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

রক্তদানে এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। তাই রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। সোমবার রাজধানীর ধলেশ্বর সংলগ্ন প্রাচ্যভারতী স্কুলে এন.এস.এস ইউনিটের উদ্যোগে রক্তদান শিবিরে বক্তব্য রেখে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কোনো মানুষের বিপদে তাঁর পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া

একজন আদর্শ মানুষের পরিচয়। প্রতি মুহূর্তে একবিন্দু রক্তের জন্য জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে কতশত মানুষ। এটা  কোনোভাবেই কাম্য নয়। স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে অনেক মুমূর্ষু প্রাণ বাঁচাতে সম্ভব। তাই সকলে যাতে রক্তদান শিবিরে এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান তিনি। ব্ল্যাক ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা জোগানের তুলনায় অনেক কম। বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে। তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে। তাই রক্তদান শিবিরের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেববর্মা, আগরতলা পুর নিগমের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলার মণিমুক্তা ভট্টাচার্য্যী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উমেশ রঞ্জন চক্রবর্তী, সচিব চন্দ্রশেখর দেব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য