স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : এবার প্রতিমা ভাঙ্গার সময় হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনা পালাটানা বাজার সংলগ্ন এলাকার এক কালী মন্দিরের। তার নাম জয় দেবনাথ। বাড়ি বিলোনিয়া রাধানগরে। শুক্রবার দুপুরে কালী মন্দিরে এসে প্রতিমার বস্ত্র খুলে হাতের আঙ্গুল ভাঙ্গে সে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতে তারা সাথে সাথে জড়ো হয়ে তাকে আটক করে। সাথে সাথে সে মানসিক ভারসাম্যহীনতার নাটক শুরু করে বলে অভিযোগ। তারপর খবর দেওয়া হয় কাকড়াবন থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসী মনে করছে তার মত কিছু যুবকের কারণে রাজ্যের শান্তির সম্প্রীতি নষ্ট হতে পারে। অভিযুক্ত জয় দেবনাথের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি তুলে এলাকাবাসী। তবে প্রশ্ন হল অভিযুক্ত যুবক আসলে কি মানসিক ভারসাম্যহীন, নাকি পেছনে কোন অন্য রহস্য রয়েছে? তা নিয়ে সৃষ্টি হয়েছে গুঞ্জন। পুলিশ অভিযুক্ত যুবকদের পরিবারের লোকজনদের খবর দিয়ে ঘটনার তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে সে অন্য আর কোন ঘটনার সাথে জড়িত কিনা। উল্লেখ্য, গত কয়েক দিনের রানীরবাজার ও বিশালগড় শহর বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙ্গার ঘটনা গুলো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। এখন দেখার বিষয় তাকে জিজ্ঞাসাবাদে কি উঠে আসে।