স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : মঙ্গলবার দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। হিন্দু ধর্মে শিল্পের দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা। প্রতিবছর রাজ্যজুড়ে সারম্বরে ভগবান বিশ্বকর্মার পূজার আয়োজন করা হয়। এ বছরও আগরতলা শহরের বিভিন্ন অফিসে, মোটর স্ট্যান্ডে বিশ্বকর্মা পূজা হবে। কারণ বর্তমান সময়ে শিল্পের পরিধি বেড়েছে। আগে কলকারখানা গুলিতে বিশ্বকর্মা পূজার আয়োজন হত।
বর্তমানে বিভিন্ন অফিসে এবং এলাকা ভিত্তিক মন্ডপ তৈরি করে ভগবান বিশ্বকর্মার পূজা সারম্বরে আয়োজন করা হয়। বিশ্বকর্মা পুজাকে সামনে রেখে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে মূর্তি নিয়ে হাজির হয়ে গেছেন মৃৎ শিল্পীরা। মেলাঘর সহ বিভিন্ন স্থান থেকে মৃৎ শিল্পীরা বিশ্বকর্মার মূর্তি নিয়ে রাজধানীর বাজার গুলিতে উপস্থিত হয়েছেন। মূর্তির চাহিদা বিগত বছরের তুলনায় কিছুটা কম। মৃৎ শিল্পীরা জানান এইবার বিশ্বকর্মা মূর্তির চাহিদা একেবারে নেই। অন্যান্য বছরের তুলনায় এইবছর মূর্তি কম তৈরি করেছেন। মূর্তি তৈরির সামগ্রীর মূল্য পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে মূর্তি বিক্রয় করে আগের মতো তেমন একটা লাভ হয় না। তবে ব্যবসায়ীদের মুখ শুকানো এই শব্দ আগে থেকেই প্রচলিত। সকাল থেকে বাজার বেশ জমজমাট। ক্রেতা বিক্রেতা উভয়ের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বাজারে।