Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমোবাইলের দোকানে চুরি ঘটনায় ধৃত ২

মোবাইলের দোকানে চুরি ঘটনায় ধৃত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে মনু বাজার থানার অধীন কলাছড়া বাজারে একটি মোবাইল দোকানে থাবা বসায় চোরের দল। ঘটনার তদন্তে নেমে এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হল মনুবাজার থানার পুলিশ। দুই চোর সহ চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান শুক্রবার মোবাইল দোকানের মালিক মনুবাজার থানায় মামলা দায়ের করেন।

তারপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোবাইল দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখে চোরদের ছবি সংগ্রহ করা হয়। পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে মনুবাজার থেকে আকাশ ত্রিপুরা নামে এক জনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পরবর্তী সময় চেন্টু ত্রিপুরা নামে আরও এক জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা মোবাইল দোকানে চুরির ঘটনা স্বীকার করে। পড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাতচাঁদ ব্লকের অন্তর্গত কালীর বাজার তাইমং পাড়া এলাকায় আকাশ ত্রিপুরার বাড়ি থেকে চুরি যাওয়া ১০ টি পুরানো মোবাইল, মালিকের দুইটি মোবাইল, একটি পাওয়ার ব্যাঙ্ক উদ্ধার করে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য