Friday, December 27, 2024
বাড়িরাজ্যশিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ সেপ্টেম্বর : প্রমোদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে বদলি করার প্রতিবাদে শনিবার সকাল ১০ টা থেকে ছাত্রছাত্রীরা স্কুলে তালা দিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের মৌসুমি দেববর্মাকে পুনরায় প্রমোদনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের  অবরোধ চলতে থাকবে। ছাত্র-ছাত্রীরা স্কুল তালা দেওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাও স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেববর্মা জানান, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় ছাত্র-ছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান। এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিগত কয়েক মাস পূর্বেও এই শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্ররা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করেছিল। ফের অবরোধের শামিল হয় তারা। যদিও শিক্ষক বদলি হলেই পথ অবরোধ করা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু পেছনে কার মস্তিষ্ক প্রসূত সেটা স্পষ্ট না হলেও শিক্ষক বদলি হলেই ছাত্রছাত্রীরা রাস্তাঘাট অবরোধ করছে। এবং স্কুলে ঝুলিয়ে দিচ্ছে তালা। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য