স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : চুরি যাওয়া সামগ্রী সহ ৯ জনকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান কুঞ্জবন এলাকার দীপক সরকার নামে এক ব্যক্তি থানায় অভিযোগ জানান যে ৫ সেপ্টেম্বর ওনার ঘর থেকে চোরেরা রান্নার গ্যাসের সিলিন্ডার, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
দীপক সরকারের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন চোরকে শনাক্ত করা হয়। এরই মধ্যে থানায় অভিযোগ জমা পরে আসাম রাইফেল মন্দির ও কুমারীটিলা কালী মন্দির থেকে মন্দিরের ঘণ্টা সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। পাশাপাশি খেজুর বাগান এলাকা থেকে কয়েকটি ব্যাটারি চুরি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে স্টিলের জলের টেপ, মন্দিরের ঘণ্টা ৩ টা, ব্যাটারি, একটি রান্নার গ্যাসের সিলিন্ডার, একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। ধৃত ৯ জনের মধ্যে রাখেস সরকার নামে এক দোকানদাড় রয়েছেন। তিনি চুরির মাল ক্রয় করতেন। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে এনসিসি থানার পুলিশ।