স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : লেফুঙ্গা ভিলেজ অফিসে গিয়ে সরকারি কর্মচারীকে বন্দুক উচিয়ে হুমকি প্রদানের ঘটনায় অবশেষে তিন মাসের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা পেতে লেফুঙ্গা উজান ফটিকছড়ার বাসিন্দা মলেন্দ্র দেবর্বমা ১০ জুন ভিলেজ কমিটির অফিসে গিয়ে সচিবকে বন্দুক উচিয়ে প্রাণ নাশের হুমকি দেন।
সচিব ঘটনার সাথে সাথে লেফুঙা থানায় মামলা দায়ের করে। থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত মলেন্দ্র দেববর্মা। অবশেষে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার গভীর রাতে উজান ফটিকছড়া স্থিত মলেন্দ্র দেবর্বমার বাড়িতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মলেন্দ্র দেববর্মাকে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে অভিযুক্ত মলেন্দ্র দেববর্মাকে বুধবার আদালতে সোপর্দ করে লেফুঙ্গা থানার পুলিশ। জানা যায় উজান ফটিকছড়া এলাকার এই পিস্তলবাজ মলেন্দ্র দেববর্মা উরফে মলেনের বিরোদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা হয়েছে।তার বিরোদ্ধে মামলা নম্বর হলো ৩৪/২০২৪ তার বিরোদ্ধে ৩৫৩,৫১৬ এবং ২৫(১-এ) অস্ত্র আইনে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা বলে আজ বলে জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।